সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের এই দূর্যোগময় পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় স্বপ্নীল সিটি আবাসিক প্রকল্পের উদ্যোগে ৫’শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
১৪ এপ্রিল মঙ্গলবার সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া খাঁন বাড়ি মোড় এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় স্বপ্নীল সিটি আবাসিক প্রকল্পের পরিচালক জানান, মরণব্যাধি নভেল করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য সরকার প্রায় সকল কার্যক্রম বন্ধ রেখেছে যার ফলে কর্মহীন মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। যদিও সরকার অসহায় মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করছে তার পাশাপাশি আমরাও কিছু কর্মহীন অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করার চেষ্টা করছি।
কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু, ৪নং ওয়ার্ড মেম্বার মো. জামান মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. জসিম খাঁন, মো. সৈয়দুজ্জামান মীর মো. আনোয়ার হোসেন বাদল, মো. আলাউদ্দিন মিয়া ও শেখ মোহাম্মদ আলী।