নারায়ণগঞ্জে কারফিউ চান বিএনপি নেতা সুরুজ্জামান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন প্রায় প্রতিদিন। সেই সঙ্গে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। তারপরেও মানুষের মাঝে সচেনতার কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। গত ৮ এপ্রিল থেকে পুরো নারায়ণগঞ্জে লকডাউন ঘোষণা করেছে সরকার। কিন্তু এই লকডাউন মানছেন না এখানকার মানুষজন। নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কগুলোর বাহিরে পাড়া মহল্লা অলিগলিতে রীতিমত ঈদ উৎসব চলছে। জেলার প্রতিটি এলাকার বাজারগুলোর দিকে তাকালে যেনো ঈদের আগের দিন বাজার চলছে। এমনটাই বলছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা সুরুজ্জামান।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জ শহরের বাজারগুলোর দিকে তাকালে ঈদের বাজারের মত দেখতে পাই। কোন সামাজিক দূরত্ব দেখছি না। পাড়া মহল্লার অলিগলির দিকে তাকালে মনে হয় ঈদের উৎসব পালন করা হচ্ছে। মানুষের মাঝে সামান্যতম সচেতনতা দেখছিনা। লকডাউন কেউ মানছে বলে আমার মনে হচ্ছেনা। পরিস্থিতিও ভয়াবহতার দিকে যাচ্ছে। এখন অর্ধশত ব্যক্তি প্রতিদিন আক্রান্তের সংখ্যা আসছে। মৃত্যুর ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে আমি মনে করি প্রশাসনকে আরো কঠোর হওয়া উচিত। নতুবা নারায়ণগঞ্জে কারফিউ জারি করা হোক। এ ছাড়াও নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

এর আগে নারায়ণগঞ্জে কারফিউ অথবা লকডাউন দাবি করেছিলেন সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। একইভাবে লকডাউন দাবি করেছিলেন এমপি একেএম শামীম ওসমান। এরপর গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। এদিকে ১৬ এপ্রিল রাতে সারাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে সরকার।