সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। এক পর্যন্ত সর্বমোট জেলায় করোনা রোগীর আক্রান্তের সংখ্যা ৩৮৬ জন। ১৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত গত ২৪ঘন্টায় সরকারি হিসেবে এ তথ্য জানানো হয়।
নারায়ণগঞ্জকে প্রথমে রেডজোন অর্থাৎ ক্লাস্টার এরিয়া এবং পরবর্তীতে হটস্পট হিসেবে চিহ্নিত করে গত ৮ এপ্রিল থেকে পুরো নারায়ণগঞ্জকে লকডাউনের ঘোষণা দেয়া হয়।
রবিবার দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এই তথ্য জানানো হয়।
এর আগের দিন ১৮ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ৩০৯ জন। ১৯ এপ্রিল নতুন ৭৭ জন করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জে বেড়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর।
রবিবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ৩১২ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৪৫৬ জন, সর্বমোট মৃত্যু হয়েছে ৯১ জনের বলে জানিয়েছে আইইডিসিআর।