সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ানের বিরুদ্ধে ফেসবুকে গুজব প্রচার করায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ২১ এপ্রিল মঙ্গলবার চেয়ারম্যান বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে চেয়ারম্যান উল্লেখ করেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ৪ বছর যাবত তিনি সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। গত ১০ এপ্রিল ওমর ফারুক নিপু, এমডি হোসেন, এবিএম রিপন, কাজী রিদোয়ান ও হৃদয় মিয়া নামের কয়েকজন ব্যক্তি তাদের ফেসবুক আইডিতে তাকে জড়িয়ে একটি চাল চুরির অপবাদ দিয়ে মিথ্যা অভিযোগ এনে গুজব ছড়ানোর চেষ্টা করছে। যা আমার জন্য মানহানিকর ও লজ্জাজনক।
তিনি আরও দাবি করেন- এছাড়া তারা বিভিন্ন সময় চেয়ারম্যানকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার গণমাধ্যমে প্রচার করে তার সুনাম নষ্ট করে আসছে। এ ঘটনায় চেয়ারম্যান ইউসুফ দেওয়ার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।