সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দের ত্রাণ বিতরণ করেছেন হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূইয়া। চেয়ারম্যানের নির্দেশনায় অসহায় দিনমজুর পরিবারের ঘরে-ঘরে পৌছে দিয়েছেন ওয়ার্ড মেম্বাররা।
২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
এর আগে আলী হোসেন ভূঁইয়া তার নিজ ইউনিয়ন হাইজাদীর বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী খাদ্য মেম্বারদের হাতে তুলে দেওয়ার সময় বলেন, আপনারা কেউ স্বজনপ্রীতি করবেন না। দলমত নির্বিষেশে সবার মাঝে এ খাদ্য তুলে দিবেন। খাবারের অভাবে যেন আমার ইউনিয়নে একটি লোক মারা না যায়। সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা খাবার ঘরে পৌছে দেব। আপনারা ঘরে থাকুন আমরাই আসছি আপনার দরজায়।
তিনি আরোও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড মেম্বারের সমন্বয়ে পর্যাপ্ত পরিমাণ প্যাকেট করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে নাকাল কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়। আপনারা সবাই ঘরে থাকুন, কেউ অযথা বাহিরে বের হবেন না। আপনি সুস্থ্য থাকুন এবং অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। আগামী দিনে আরো ত্রাণ সামগ্রী আসবে তা পর্যায়ক্রমে আপনাদের মাঝে বিতরণ করা হবে।