সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা পরিস্থিতিতে কৃষকের পাকা ধান কাটার শ্রমিক মিলছে না। প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে নারায়ণগঞ্জে ধান কাটতে মৌসুমী শ্রমিকেরা আসতো। কিন্তু এবার সেইসব শ্রমিক মিলছেনা। ফলে পাকা ধান কাটতে পারছেনা কৃষক। এমন পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের এ আহ্বান সাড়া দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জেলার রূপগঞ্জের কৃষকের ধান কাটতে মাঠে নেমেছেন। ২৬ এপ্রিল রবিবার সকালে রূপগঞ্জে কৃষকের ধান কেটে তা মাড়াই করে এবং বাড়িতে পৌছে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। কৃষকের কাস্তে হাতে নিয়ে কৃষকের ভুমিকায় শিক্ষার্থীরাও কৃষকের পাশে দাড়িয়েছেন।
ধান কেটে কৃষকের বাড়িতে নিয়ে মাড়াই করে দিয়েছেন রূপগঞ্জ থানা ছাত্রদল মাসুদুর রহমান মাসুদ, মেহেদী,আলিফ, পারভেজ মিয়া, সোহান মোল্লা, নাইম, কামরুল, হৃদয় হাসান, সাকিব হাসান, তারাব পৌর ছাত্রদল নেতা মোঃ সোহরাব হোসেন, কাঞ্চন পৌর ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম, মনির হোসেন, সাকিব হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আলামিন, ইমরান, ইমন, মুন্না সহ অন্যান্য ছাত্রদলের নেতাকর্মী।
অন্যদিকে গত ৭ এপ্রিল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৫হাজার দুস্থ অসহায় গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন তৈমূর আলম খন্দকার। প্রথম দফায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শেষে দ্বিতীয় দফায় আরও ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন তৈমূর আলম খন্দকার।