সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ওই সময় ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৯ এপ্রিল বুধবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা হতে অনুসরণ করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং লবণের বস্তার ভিতর লুকিয়ে অভিনব কায়দায় কাভার্ড ভ্যানযোগে ইয়াবা পাচারকালে মাদক ব্যবসায়ী মোঃ জিয়া বেপারী ও মুন্না ওরফে আলাউদ্দীন গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী জিয়া বেপারী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় হারাধণের বাড়ির ভাড়াটিয়া মৃত মিনহাজ উদ্দিনের ছেলে এবং মুন্না কুমিল্লা জেলার মুরাদনগর থানার নিয়ামতপুর এলাকার মোহন মিয়ার ছেলে।
অভিযানের সময় তাদের নিকট থেকে সর্বমোট ৫৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে কক্সবাজারের টেকনাফ হতে কাভার্ডভ্যানে লবণের বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিল। এছাড়াও তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে কৌশলে ইয়াবা আনয়ন করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।