সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত উপ-পরিদর্শক মো. শহিদুল আলমের বিরুদ্ধে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ৩ মে রবিবার সকাল ১১টায় বন্দর থানার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কর্মহীন ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ কালে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যেক্ষদৃর্শী সোনাচড়া এলাকার গৃহবধূ লাবানী জানান, সকালে আমরা প্রধানমন্ত্রী উপহার সামগ্রী নিতে আমি রামনগর স্কুলের সামনে আসি। পরে সামাজিক দূরত্ব বজায় রেখে আমিসহ শত শত মানুষ লাইনে দাঁড়ায়। ওই সময় হঠাৎ পুলিশ এসে কাউন্সিলরকে গালমন্দ করে। পরে কাউন্সিলর উপহার সামগ্রী বিতরণ বন্ধ করে দেয়। এ ঘটনায় ত্রাণসামগ্রী নিতে আসা শত শত নারী পুরুষ বিক্ষোভ করেছে।
কাউন্সিলর সামছুজোহা অভিযোগ করেন, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ কোন দোষের কিছু না। আমি সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছিলাম। ওই সময় হঠাৎ বন্দর থানার উপপরিদর্শক শহিদুল আলম উপহার সামগ্রী বিতরণের স্থলে আমাকে গালমন্দ করে। পরে আমি ত্রাণ বিতরণ বন্ধ কর দিলে ওই সময় শত শত নারী পুরুষ বিক্ষোভে ফেটে পরে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কাউন্সিলর সামছুজ্জোহা সামাজিক দূরত্ব বজায় না রেখে ত্রাণ বিতরণ করছিল। ওই সময় আমাদের থানার অফিসার গিয়ে তাকে সামাজিক দূরত্ব বজায় রেথে উপহারসামগ্রী বিতরণের কথা বলে। এর বেশি কিছু না। কাউন্সিলর সাথে আমার কথা হয়েছে। আমি তাকে বলেছি সুষ্ঠ ও সুন্দরভাবে প্রধানমন্ত্রী দেওয়া উপহার সামগ্রী বিতরণ করেন। প্রয়োজনে আপনি পুলিশের সহযোগিতা নেন।