সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে খুলছেনা সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত মার্কেট আইয়ুব প্লাজা। এই আইয়ুব প্লাজার মালিক নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
আইয়ুব প্লাজার দোকানদার মোতাহার হোসেন মাসুম মিডিয়াতে জানান, করোনা পরিস্থিতির কারনে আগামী ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের জীবন ও জীবিকার কথা চিন্তা করে সামাজিক দুরত্ব বজায় রেখে সারা বাংলাদেশের মার্কেট ও শপিংমলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্তের বাহিরে গিয়ে রাজধানীর অনেক বড় বড় শপিংমল ও মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। এদিকে সোনারগাঁ উপজেলার আইযুব প্লাজা একটি বৃহৎ ও জনসমাগমপূর্ণ মার্কেট। উপজেলা অন্যান্য মার্কেটের তুলনায় এখানে বেচাকেনা ও ক্রেতা বিক্রেতাদের সমাগম বেশী।
এতে করোনা ভাইরাস সহজেই ক্রেতা ও বিক্রেতারা সংক্রমিত হতে পারেন। সেদিকে খেয়াল রেখে ১০ মে রবিবার ও ঈদকে সামনে রেখে আইয়ুব প্লাজা বন্ধ ঘোষণা করেছেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। লিয়াকত হোসেন খোকার এ সিদ্ধান্তকে সময়োপযোগী একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করে সংসদ সদস্যকে দোকান মালিক সমিতি এবং সচেতন মহলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।