তৈমূর আলমের নির্দেশে ভুলতার এক কৃষকের ধান কেটে দিলেন নেতাকর্মীরা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্দেশে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এবার রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের এক কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

১১ মে সোমবার অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নির্দেশে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিয়া বাড়ি এলাকায় কৃষক মোঃ ইয়ানুস মিয়ার ২বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

ধান কাটার সময় উপস্থিত ছিলেন- জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ডাঃ হামিদুল্লাহ মোল্লা, রূপগঞ্জ থানা তরুণ দলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, তরুণ দল নেতা জসিম উদ্দিন, ভুলতা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ইয়ানুস মিয়া, মোঃ নাজিমুদ্দিন, অখলদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজুল মিয়া, ছাত্রদল নেতা মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ আরিফ বিল্লাহ আলিফ, রাকিব হাসান, মোঃ প্রান্ত, মোঃ তানবির, মোঃ সাব্বির, মোঃ রানা, মোঃ আবির সহ অন্যান্য নেতাকর্মীরা।

এখানে উল্লেখ্যযে, গত ৭ এপ্রিল থেকে রূপগঞ্জের প্রতিটি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। প্রথম দফায় তিনি দশ হাজার পবিরারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। দ্বিতীয় দফায় আরও ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছেন বলে দাবি করেছেন তৈমূর আলম খন্দকার। একই সঙ্গে নারায়ণগঞ্জের বেশকটি এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

এছাড়াও তিনি শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তারপর থেকে নিয়মিত নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। নারায়ণগঞ্জের বন্দরে যুবদল নেতা আহাম্মদ আলী ধান কাটার জন্য কমিটি করেছেন। যে কমিটি কৃষকের ধান কেটে দিবেন। এ ছাড়াও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুুর রহমান হাবিব ফতুল্লায় ধান কাটার কমিটি করেন, যে কমিটি কৃষকের ধান কেটে দিবেন। আড়াইহাজারের বিএনপি নেতা আনোয়ার হোসেন অনুও তৈমূর আলমের নির্দেশে ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।