সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ বন্দরের মাহমুদনগর এলাকায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগীতায় স্থানীয় ব্যবসায়ী রাসেল ইসলামের তত্ত্বাবধানে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।
১৩মে বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকায় মহামারী করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে অনেকেই এই ন্যায্য মুল্যে টিসিবির পণ্য ক্রয় করেন।
রাসেল ইসলাম মিডিয়াতে জানান, গত ১১মে লিখিত আবেদন করলে উপজেলা প্রশাসন টিসিবির পণ্য বিক্রয়ের আদেশ দেন।
নিরাপদ দূরত্ব বজায় রেখে টিসিবির পণ্য বিক্রয়ে সহযোগীতা করেন মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সৈয়দ মিজানুর রহমান।
এ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের জন্য এলাকাবাসীকে সহায়তা করেন স্থানীয় সাদ্দাম, পলাশ, সোহেল, বাপ্পি, মুন্না, ফয়সাল, খাদেম ও মুরাদ প্রমূখ।