সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নে ২৪ লক্ষ টাকা ব্যয়ে চেঙ্গাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাচানী খালে ৩০ মিটার সেতুর ঢালাইয়ের কাজ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম দাঁড়িয়ে থাকাবস্থাতেই কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিক মানের উপকরণ দিয়ে কাজ করছেন কি না সার্বিক বিষয়ে কঠোর তদারকি করেন।
এ সময় সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরুত্ব মেনে কাজ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনা প্রদান করেন।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল প্রকার প্রকল্প বাস্তবায়নে শতভাগ মানসম্মত কাজ বুঝে নেয়া হবে। প্রকল্প বাস্তবায়নে ক্ষেত্রে কোন অনিয়ম মেনে নেয়া হবে না।
এলাকাবাসী জানান, এ ব্রীজটি তাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিলো। স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে। এসময় সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুল ইসলাম নিজে উপস্থিত থেকে সঠিক মানের উপকরণের মাধ্যমে ব্রীজের ঢালাই করায় ধন্যবাদ জানিয়েছেন।