সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমকে চেনেন না বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান। সম্প্রতি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা বলেন তিনি। এমনকী, ওই লাইভে হিরো আলমকে বেশ তুচ্ছ তাচ্ছিল্যও করেন জায়েদ খান।
জয়ের ওই ফেসবুক লাইভ অনুষ্ঠানে শিল্পী সমিতির সভাপতি খল অভিনেতা মিশা সওদাগরও ছিলেন। সেখানে শেষ প্রশ্ন হিসেবে মিশার কাছে জয় জানতে চান, ‘হিরো আলম তো চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি কি শিল্পী সমিতির সদস্য? জয়ের এই প্রশ্নটি ভালোভাবে শুনতে না পেরে মিশা জবাব দেন, ‘হ্যা তিনি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য।’
মিশার এই উত্তরকে তৎক্ষনাৎ শুধরে দেন জায়েদ খান। তিনি বলেন, ‘না না না ভুল আছে। আমার সভাপতি প্রশ্নটা ঠিকমতো শুনতে পারেননি। হিরো আলম শিল্পী সমিতির সদস্য না।’ এর পরই জায়েদের কাছে মিশা জানতে চান, ‘কার কথা বলল, কোন আলম? জায়েদ খান জবাব দেন, ‘ওই যে মিউজিক ভিডিও করে একটা ছেলে। হিরো আলম না কি যেন নাম।’
এর পরই হিরো আলমকে তাচ্ছিল্য করে জয়ের উদ্দেশ্যে জায়েদ খান বলেন, ‘আমরা হিরো আলম নামে কাউকে চিনি না। আমরা হিরো বলতে বুঝি নায়ক রাজ রাজ্জাককে, হিরো বলতে বুঝি নায়ক ফারুক, নায়ক আলমগীরকে। আমরা এছাড়া কোনো হিরোকে চিনি না।’
এই লাইভ ভিডিও দেখার পরই নিজে ফেসবুক লাইভে এসে জায়েদকে একহাত নেন হিরো আলম। তিনি বলেন, ‘সুপ্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা একটা ভিডিও ক্লিপ দেখলেন যে, জয় ভাইয়ার লাইভ অনুষ্ঠানে মিশা ভাই আর জায়েদ খান ভাই কী বললেন। হিরো আলম নামে কাউকে উনারা নাকি চেনেন না। আমি শিল্পী সমিতির কোনো সদস্য না। ঠিক আছে, আমি সদস্য না, মানলাম।’
হিরো আলম বলেন, ‘আপনারা জানেন, আমি একটি সিনেমা করেছি নাম ‘মার ছক্কা’। আমার দ্বিতীয় ছবি ‘সাহসী হিরো আলম’। ওই ছবির প্রযোজক আমি আবার নিজেই হিরো। সিনেমাটি ২৭ মে রিলিজ হওয়ার কথা ছিল আপনারা সবাই জানেন। হিরো আলম প্রশ্ন রাখেন, ‘তাহলে আমি এফডিসির কোনো লোক কেমন করে হলাম না?’ আপনারা সবাই বলুন।’
‘দ্বিতীয় প্রশ্ন, ‘হিরো আলম নাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করল জায়েদ ভাই। কোনো মূল্যই দিল না। কী বললেন, ওই যে মিউজিক ভিডিও করে একটা ছেলে। আমাকে নাকি চেনে না। তা আমি জায়েদ খান ভাইকে একটা কথা বলতে চাই। আপনি যে তুচ্ছ করে কথা বললেন, আপনি জায়েদ খান এক পাশে দাঁড়াবেন, আমি হিরো আলম এক পাশে দাঁড়াবো। দেখি আপনাকে কয়জন চেনে আর আমাকে কয়জন চেনে।’
জায়েদ খানকে উদ্দেশ্য করে হিরো আলম আরও বলেন, ‘আপনি খুব ইগনোর করে কথা বললেন, হিরো আলম নামে কাউকে চিনি না, ওই হিরো আলম টালম টাইম নাই। আপনি ইগনোর করে কথাবার্তা বললেন না, আপনাদের এই অহংকারী কথাবার্তা বলার জন্যই চলচ্চিত্র আজ ধ্বংস। কিছু কিছু শিল্পী আপনাদের দেখতে পারে না। ধন্যবাদ সবাইকে।’
তবে শুধু হিরো আলম নয়, ভিডিওটি দেখার পর জায়েদ খানের ওই মন্তব্যের জন্য তাকে ধুয়ে দেন নেটিজেনরাও।