র‌্যাবের অভিযানে ফতুল্লায় মানব পাচার চক্রের মূলহোতা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

র‍্যাবের অভিযানে মানব পাচার চক্রের এক অন্যতম সদস্য আবু তাহের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ জুন বুধবার রাতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল ১০ জুন বুধবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচার মামলার এজাহার নামীয় পলাতক আসামি আবু তাহের প্রধান(৪৫), পিতা-ফকির চান, মাতা-রোকসান বেগম, সাং-হোসেন ডেইরী ফার্ম, উত্তর গোপালনগর, বক্তাবলী, থানা-ফতুল্লা, জেলা-নারায়গঞ্জকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসামী আবু তাহের প্রধান সহ আরও ৩জন আসামী সংঘবদ্ধ মানব পাচারকারী দলের সদস্য। তাহারা মোঃ মিজানুর রহমান(৪২), পিতা-সাইদুল হক, সাং-ভরতপুর, থানা-চাটখিল, জেলা-নোয়খালী এর ছোট ভাই মেহেদী হাসান(২৪), চাচাত ভাই নাসিম চৌধুরী(৪০) সহ আরও অজ্ঞাতনামা অনেককে কানাডায় পাঠানোর নামে ভারতে পাচার করে জিম্মি ও নির্যাতন করতঃ তাহার ভাইয়ের কাছে থাকা ৩ হাজার ইউএস ডলার, ভারতীয় রুপি, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন (মূল্য অনুমান ১ লক্ষ টাকা), হাতঘড়িসহ জিনিসপত্র যাহার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা নিয়ে নেয় এবং নগদ ও বিকাশের মাধ্যমে তাহাদের নিকট হতে ৩৩ লক্ষ টাকাসহ সর্বমোট ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমদ্বয়ের ভাই মোঃ মিজানুর রহমান(৪২) নিজে বাদী হয়ে ডিএমপি, ঢাকার তেজগাঁও থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেন, যাহার মামলা নং-০৯, তারিখ-১০/০৬/২০২০, ধারা-২০১২ সালের মান পাচার আইনের ৬/৭/৮ ধারা। পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল মানব পাচার মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। নারায়ণগঞ্জে বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে সর্বশেষ ১০ জুন বুধবার দুপুর ২টায় ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী এলাকা হইতে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামী আবু তাহের প্রধানকে গ্রেপ্তার করা হয়।