সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম। উপজেলার জামপুর ইউনিয়নের ওই ছাত্রীর বিবাহের আয়োজন করা হয়েছিল।
একই সঙ্গে ওই মেয়ের লেখাপড়া চালিয়ে নেয়ার দায়িত্ব নিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম।
১২ জুন শুক্রবার দুপুরে উপজেলার জামপুর পেচাইন এলাকায় এ বিবাহটি বন্ধ করা হয়।
জানা গেছে, উপজেলার জামপুর পেচাইন এলাকায় ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ দেয়ার জন্য সকল প্রস্তুতি নিয়েছিল মেয়েটির পরিবার।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম বাল্যবিবাহটি বন্ধ করে দেন এবং মেয়েটিকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া যাবে বলে মেয়েটির বাবার মুচলেকা নেয়া হয়।
এছাড়া মেয়েটিকে লেখাপাড়ার সকল দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা বহন করবেন বলেও মেয়েটির পরিবারকে আশ্বাস প্রদান করেন।