সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি সুলতান উদ্দিন ভুঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তৈমূর আলম খন্দকার।
১৩ জুন শনিবার এক শোক বার্তায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ১/১১ এর অবৈধ সরকারের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রয়াত মোহাম্মদ নাসিমের সাথে আমার পরিচয় ও ঘনিষ্টতা হয়। তিনি একজন অমায়িক ব্যবহার ও বন্ধুভাবাপন্ন মানুষ ছিলেন।
একই সঙ্গে সূলতান উদ্দিন ভূঁইয়া সম্পর্কে তৈমূর আলম খন্দকার বলেন, আমরা নারায়ণগঞ্জ হাই স্কুল ও তোলারাম কলেজে একই ক্লাসের ছাত্র ছিলাম এবং নারায়ণগঞ্জ হাই স্কুল কেন্দ্রীক আমাদের প্রিয় সংগঠন ‘‘সতীর্থ’ ৬৮” এর সূলতান উদ্দিন ভূইয়া একজন উপদেষ্টা ও উদ্যোক্তা ছিল। করোনায় দলমত নির্বিশেষে আমাদের মাঝ থেকে অনেক মূল্যবান জীবন ঝড়ে গেলো। ইতোমধ্যে আমাদের থেকে চলে যাওয়া সকলের বিদেহী আত্মার শান্তি দান সহ পরিবারের ধৈর্য ধারণের জন্য আল্লাহপাকের রহমত কামনা করছি। আল্লাহপাক দয়া করে মরণ ব্যাধি করোনা থেকে আমাদের মুক্তি দিন।