আদালতের মামলা উপেক্ষা করে আড়াইহাজারে কৃষকের জমিতে সন্ত্রাসীদের ধান রোপন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান। একই সঙ্গে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে ১৪৫ ধারায় মামলার নিষ্পত্তি না হওয়ার আগেই ওই জমিতে জোরপূর্বক ধান রোপনের অভিযোগ ওঠেছে। এ ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর জোয়ার হামছাদী এলাকায়।

মামলার বাদী শিবপুর গ্রামের জহিরুল ইসলাম অভিযোগ করে দাবি করেন- জোয়ার হামছাদী মৌজাস্থ আরএস ২১ ও ৩৩নং খতিয়ানের ২টি দাগে ১৭.৭০ শতাংশ সম্পত্তির মালিক তিনি। কিন্তু প্রতিপক্ষ হারুন গং উক্ত সম্পত্তির মালিকানা
দাবী করে তা জবরদখলের পায়তারা ও হুমকি ধমকি প্রদর্শন করে আসছিল।

তিনি জানান, এই জমি নিয়ে পক্ষে-বিপক্ষে ৫টি মোকদ্দমা আদালতে চলমান রয়েছে। সর্বশেষ জহিরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে উক্ত সম্পত্তির দখলে না যাওয়ার জন্য ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। কিন্তু প্রতিপক্ষ বারবারই উক্ত সম্পত্তি বলপূর্বক জবরদখলের চেষ্টা করে যাচ্ছে।

তিনি দাবি করেন- ১৪৫ ধারার মামলা বিদ্যমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকেরা সদলবলে ১৫ জুন সোমবার দিনের বেলা জহিরুলকে হত্যার হুমকি দিয়ে তার দখলকৃত সম্পত্তিতে বলপূর্বক ধান রোপন করে। জহিরুল এতে বাধা দিলে তাকে প্রাণ নাশের হুমকি প্রদর্শন করে প্রতিপক্ষের লোকেরা।