আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে দুই স্কুল ছাত্রী সহ আহত ৪

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষের ঘটনায় দুই স্কুল ছাত্রী সহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

ঘটনাটি ঘটেছে ১৫ জুন সোমবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের ইয়াজুল ও সিরাজুলের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সিরাজুল ও তার ছেলে দেলোয়ার ও ফয়সালের অত্যাচারে ইয়াজুল তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন।

ইয়াজুল তার দুুই মেয়ে সাথী (১৭), রুপালী (১৫) ও ছেলে আকাশ ওরফে শিপন (১৯) কে কুমিল্লার মেঘনা থানার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজে লেখাপড়া করান। তারা সেখানে থেকেই লেখাপড়া করেন।

কিন্তু করোনার কারনে তারা সবাই বাড়িতে এসে বসবাস করছেন। সোমবার বিকেলে ইয়াজুলের স্ত্রী নাসিমা বেগম টয়লেট পরিস্কার করতে গেলে সিরাজুল (৪৩), তার দুই ছেলে দেলায়ার ও ফয়সাল মিলে নাসিমাকে মারধর করতে থাকে। তখন তার চিৎকার শুনে মাকে বাঁচাতে ছেলে আকাশ ওরফে শিপন দুই মেয়ে সাথী ও রুপালী ছুটে আসে।

তখন তাদেরকেও মারধর করে গুরুত্বর আহত করা হয়। সংর্ঘষের এক পর্যায়ে দেলোয়ার, শিপনকে লক্ষ্য করে ধারালো ছোড়া দিয়ে মাথায় কুপ দিলে সে মারাত্মক আহত হন। তখন স্বজনরা তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

পরে সিরাজুল ও তার লোকজন ইয়াজুলের ঘর থেকে নগদ ১ লক্ষ টাকা এবং ১ ভরি ওজনের কানের জিনিস লুটে নিয়ে যায়। এ ব্যাপারে ইয়াজুলের স্ত্রী নাসিমা বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ প্রাপ্তি স্বীকার করে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।