সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার না করায় সরকারি বিধি মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮ জনকে জরিমানা করেছে। ২০ জুন শনিবার বিকেলে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, ৮ জনের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মামলা করা হয় এবং মোট ১০ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তারা মাস্ক ব্যবহার না করে তাদের পকেটে রাখছে। আইনশৃঙখলা বাহিনী বা আমাদের দেখলে তারা মাস্কটি পকেট থেকে বের করে ব্যবহার করছে।
তিনি আরও বলেন, আসলে আমাদের ভয় না পেয়ে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে হলে অদৃশ্য শক্তিকে ভয় পেয়ে সচেতনতার মাধ্যমে এই শক্তিকে মোকাবেলা করতে হবে এবং জয় করতে হবে। এই শক্তি থেকে কেবলমাত্র সচেতনতাই পারে সকলকে রক্ষা করতে, নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান।