সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ বন্দরের ফুলহরে ডাইংয়ের বিষাক্ত বর্জ্যে মৎস্য পুকুরের ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ জুন শনিবার সকালে মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকার ওই পুকুরের মাছ মরে পঁচে ভেসে ওঠছে।
এ ব্যাপারে মৎস্য চাষী ফুলহর এলাকার হাবিবুল্লাহর ছেলে কবির হোসেন ওরফে কবির বাদী হয়ে শনিবারই বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সূত্র মতে, বন্দরের ফুলহর এলাকার হাবিবুল্লাহর ছেলে কবির হোসেন একই এলাকায় ২ বছর যাবত মাছ চাষ করে আসছে। মৎস্য পুকুরে একই এলাকায় অবস্থিত ইউনাইটেড এপারেন্স ডাইং ও গার্মেন্টস রয়েছে। মোঃ শিমুল মিয়ার মালিকানাধীন ডাইংয়ের বিষাক্ত বর্জে ওই পুকুরের প্রায় সকল মাছ মরে গেছে। এতে নীরহ পুকুর মালিক কবির হোসেন অসহায় হয়ে পড়েছে। মহামরী করোনা ভাইরাসের প্রার্দুভাবে যেখানে দেশ তথা পৃথিবী দিশেহারা। সেখানে অসহায় কবির হোসেনের দীর্ঘ দিনের লালিত সপ্ন ধুলিসাৎ হয়ে গেছে ডাইংয়ের বর্জে। গার্মেন্টস ও ডাইং মালিক মোঃ শিমুল মিয়াকে বিবাদী করে ৫ লাখ টাকার মাছ ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ্য করেন।
এ বিষয়ে বন্দর থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বিষয়টি অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক অব্যশই ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসীর দাবী- গার্মেন্টস ও ডাইংয়ের বর্জ্যরে কারনে আমরা কিছু করতে পারি না। আবার কিছু বলতেও পারি না। তাদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী রয়েছে। কেউ কিছু বলতে চাইলেও তার উপর নেমে আসে নির্যাতনের খরগ। ডাইংগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানের অনুরোধ জানান।