সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ সুপ্রীম কোর্ট এপিলেট ডিভিশনের আইনজীবী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার এক বিবৃতিতে বলেন, প্রায়ই ওষুধের দোকানে বেশী মূল্যে ওষুধ বিক্রি করা হচ্ছে। কোথাও কোথাও মার্কেট অব আউট বলে মূল্য বেশী নেয়া হচ্ছে। অক্সিজেনের মূল্য বৃদ্ধির কথা তো মহামান্য হাই কোর্ট ও সরকার অবগত হয়েছেন বলে মিডিয়াতে প্রকাশ।
তিনি আরও বলেন, এমনিতেই হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেয়া একটি কঠিন বিষয়, অধিকন্তু বাসায় চিকিৎসা নেয়ার প্রশ্নে ওষুধের মূল্য বৃদ্ধিতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও বিত্তহীনদের জন্য চিকিৎসা নেয়া অন্তরায় হয়ে পড়েছে।
এমতাবস্থায়, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ নিয়ে যারা করোনার দূর্ভোগে ওষুধের বেশী মূল্য গ্রহণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তর ও সরকারের প্রতি তৈমূর আলম খন্দকার দাবী জানিয়েছেন।