সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ঘাট এলাকায় অবৈধ ভাবে বালু ভর্তি বস্তা ফেলে মেঘনা নদী দখল করার দায়ে আল মোস্তফা গ্রুপ ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ২২ জুন সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।
তবে এখানে উল্লেখ্যযে, এর আগেও বেশকবার এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল। কিন্তু কদিন পর থেকেই আবারো নদী দখলে নেমে যায় । আবারো জরিমানা। এবাবেই চলছে সোনারগাঁয়ে ভূমিদস্যূতা।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্ত সাইদুল ইসলাম জানান, উপজেলার বৈদ্যেরবাজার এলাকায় মেঘনা নদীর তীর দখল করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ৬(ঙ) ধারায় আল মোস্তফা গ্রুপকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, সরকার নদী রক্ষার ব্যাপারে কঠোর অবস্থানে আছেন। পরিবেশ রক্ষায় নদীর কোন বিকল্প নাই। সেজন্য সারা দেশে নদী রক্ষার অভিযান চালানো হয়েছে। এরআগে এখানে বিআরডাব্লিউটিএ অভিযান চালিয়ে মেঘনা নদী দখল করে একটি চারতলা ভবন নির্মাণ করায় সে বিডিংটি ভেঙ্গে দেয় উচ্ছেদকারী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।