বন্দরে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার, গাড়ি জব্দ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।

২৫ জুন বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বন্দরের কেওঢালা মহাসড়ক থেকে তাদেরকে আটক করে কামতাল তদন্তকেন্দ্র পুলিশ। ছিনতাইকারীরা হল- যাত্রাবাড়ির সংকল মিয়ার ছেলে শহিদ, কুমিল্লা দাউদকান্দী এলাকার হাকিম আলীর ছেলে আবুল চালক, একই এলালার মোবারক হোসেনের ছেলে হুসাইন ও নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার সামছুল রহমানের ছেলে সহিদ।

পুলিশ জানায়, বন্দরের হরিপুর পারটেক্স এলাকার মৃত আসমত মিয়ার ছেলে হাসানের নোয়া গাড়ী চালানোর জন্য আবুল হোসেনকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় কেওঢালা থেকে পুলিশ তাদের গাড়ীসহ ৪ ছিনতাইকারীকে আটক করে।

কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন খানের নেতৃত্বে একটি নোয়া গাড়ী সহ ৪ ছিনতাইকারীকে আটক করা হয়।

বন্দর থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, টাকা ছিনতাই করে পালানোর সময় হাতে নাতে পুলিশ ৪ ছিনতাইকারীকে একটি নোয়া গাড়ি সহ আটক করেছে। তাদেরকে থানায় নিয়ে আসা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।