সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে ৩০ জুন মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাদক, অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে পুরো কালাপাহাড়িয়া ইউনিয়নে সাড়াশি অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযানে নেতৃত্ব দেন এএসপি মাহিন ফরাজী।
পুলিশ আসার খবর শুনে পালিয়ে যায় আসামিরা। সম্প্রতি কালাপাহাড়িয়া ইউনিয়ন এ হত্যা, সংঘর্ষ, মাদক ব্যবসা বৃদ্ধি পেয়েছে।
জানাগেছে, গত ২৭ মে স্কুল ছাত্র আইয়ুবকে গুলি করে হত্যার ঘটনার পর থেকে কালাপাহাড়িয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইয়ুবকে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার না হওয়ায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা বলেন, আমরা কালাপাহাড়িয়া ইউনিয়নের মানুষ ভয়ে মুখ খুলতে পারিনা। যতদিন পর্যন্ত অস্ত্র উদ্ধার না হয় ততদিন পর্যন্ত আমাদের এলাকায় এই খুনাখুনি হবেই। আমরা চাই আমাদের এলাকা থেকে এসব সন্ত্রাসদের গ্রেপ্তার করে তাদের হাত থেকে অস্ত্র উদ্ধার করা হোক।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যতদিন কালাপাহাড়িয়ার সন্ত্রাসী কর্মকান্ড নির্মূল না হবে ততদিন পুলিশের অভিযান চলবে।