সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা বারদী ইউনিয়নের নুনেরটেক মায়াদ্বীপে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়। এর কয়েকদিন পূর্বে ২২টি সংগঠন নিয়ে সেখানে বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অনুষ্ঠানে কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের উপদেষ্টা ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।
প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাউনউদ্দিন আহমেদ বাবুল, সহ সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি মিলন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, জাকির হোসেন চুন্নু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুন্না, আব্দুল কাদির, বন্দর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাফিয়ান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক মাহাবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুর নবী, যুগ্ম সচিব মশিউর রহমান শামীম, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান, লিটন, মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক কাজী মোতাহার ও প্রচার সম্পাদক নাসির প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এতো সুন্দর এলাকা সোনারগাঁ এর মধ্যে মায়াদ্বীপ, এখানে এক সময় পর্যটক এলাকা এতে পারে। গাছের বিকল্প কিছুই নাই, গাছের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি, কাজেই বেশী বেশী করে গাছ লাগাইতে হবে।