সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ডনচেম্বার, মিশনপাড়া, বাগ-এ জান্নাত ও চাষাড়া এলাকার সাড়ে তিন’শ অসহায় পরিবারের মাঝে প্রোটিন পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ ১ লিটার মিল্ক ভিটা দুধ বিতরণ করেছেন কাউন্সিলর শওকত হাসেম শকু।
৫০ সুবিধাবঞ্চিত আসা শিশুরা কাউন্সিলর শওকত হাসেম শকুকে দুধওয়ালা কাউন্সিলর হিসেবে বলতে শুরু করে। এ সময় শিশুদের মাথা হাত বুলিয়ে তাদের এমন ভালবাসা ও মহান আল্লাহ দরবারের শুকরিয়া জানান।
১৩ জুলাই সোমবার দুপুর ৩টায় সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে ডনচেম্বার, মিশনপাড়া, বাগে জান্নাত ও চাষাড়া এলাকার সাড়ে তিন’শ অসহায়দের মধ্যে প্রোটিন পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ ১লিটার মিল্ক ভিটা দুধ বিতরণ এ ঘটনা ঘটে।
এর আগে ৯ জুলাই প্রোটিন পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ ১ লিটার মিল্ক ভিটা দুধ বিতরণকালে জামিল নামে এক শিশু কাউন্সিলর শওকত হাসেম শকুকে দুধওয়ালা কমিশনার হিসেবে সম্মানিত করেন।
এর আগে সকালে খানপুর হাসপাতাল স্টাফ কোয়াটারে কোভিড-১৯ পজিটিভ রাজিয়া বেগমকে এক শিল্প প্রতিষ্ঠানের অর্থায়নে ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ খাদ্য সামগ্রী দেয়া হয়। প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ডজন ডিম, হরলিক্স, ডানো গুড়ো দুধ, গ্ল্যাক্সোজ-ডি, নিউট্রি-সি, গ্রিন টি, চিনি, প্রাণ টোষ্ট ও এক বক্স মাস্ক ছিল।