সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিল্পী (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
১৩ জুলাই সোমবার দিবাগত রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী ভূঁইয়াপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর শশুরবাড়ির পেছনের কেটি টয়লেটের উপর থেকে শিল্পীর লাশটি উদ্ধার করে। ১৪ জুলাই মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে, ৮ বছর পুর্বে সোনারগাঁও উপজেলার মহজুমপুর গ্রামের লতিফ ভুঁইয়ার মেয়ে শিল্পীর সঙ্গে আড়াইহাজারের সত্যবান্দী ভুইয়াপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে সুমনের সাথে বিয়ে হয়। গত বছর শিল্পীর স্বামী মারা গেলে তিনি তার ৬ বছরের ছেলে আরাফাত এবং ৪ বছরের মেয়ে আদিফাকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন।
কিন্তু গত কয়েক মাস যাবত শ্বশুরবাড়ির লোকজনের সাথে শিল্পীর বনিবনা না হওয়ায় সন্তাদের রেখে তিনি তার বাবা বাড়ি থাকেন।
নিহতের ভাই বিদ্যুৎ অভিযোগ করেন, সোমবার শিল্পী তার দুই সন্তানকে দেখতে শ্বশুরবাড়ী যান। রাতে খবর পান তার বোন খুন হয়েছে। ঘটনার পর থেকে শ^শুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।