ফতুল্লার সন্ত্রাসী ‘বরিশাইল্যা টিপু’ গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সন্ত্রাসী বরিশাইল্যা টিপুকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ১৫ জুলাই বুধবার দুপুরে ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টিপুর বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মুন্নাকে এসিড মেরে হত্যা চেষ্টা মামলা সহ ২টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় পুলিশ।

স্থানীয়রা জানায়, নিজের সন্ত্রাসী কর্মকান্ড ঢাকলে সরকারি দলের পরিচয় দিতেন। গত জাতীয় নির্বাচনের পূর্বে তার উত্থান ঘটে। গত বছরের ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে বরিশাইল্লা টিপু ও তার পালিত সন্ত্রাসী বাহিনী প্রথমে নির্মমভাবে কুপিয়ে ও পরে এসিড দিয়ে জ্বলসে দিয়ে হত্যার চেষ্টা চালায় ছাত্রলীগ নেতা সৈয়দ মুন্নাকে।

এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা মুন্নার ভাই বাদী হয়ে রফিকুল ইসলাম টিপু ওরফে বরিশাইল্লা টিপুকে প্রধান আসামী সহ ছয় জনের নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার রাতেই ফতুল্লা মডেল থানা পুলিশ বরিশাইল্লা টিপুর অফিসের বাইরের রাস্তা থেকে সাইফুল নামক এজাহারনামীয় এক আসামীকে গ্রেপ্তার করা হয়।