সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার জানিয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরীক্ষিত ছাত্র নেতা আবু মোহাম্মদ মাসুমের বাড়ীতে ১৫জুলাই বুধবার বিকেল ৫টার দিকে মারাত্মক অস্ত্র সস্ত্রে সর্জ্জিত হয়ে সরকারের পেটোয়া বাহিনী হামলা ও ভাংচুর চালিয়েছে।
এ ঘটনায় রাতে এক বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন যে, করোনা ভাইরাস চলাকালেও সরকারী দল তাদের স্বৈরাচারী অবস্থান থেকে সড়ে আসে নাই। বিনা ভোটের এই সরকার বিএনপিকে তাদের একমাত্র প্রতিদন্ধী মনে করে যেখানে জাতীয়তাবাদীর স্বপক্ষে সক্রিয় নেতা কর্মী রয়েছে তাদের বাড়ীতেই দেশব্যাপী হামলা চালাচ্ছে।
তৈমূর আলম খন্দকার নেতাকর্মীদের ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার দিক নির্দেশনা প্রদান করে বলেন যে, স্থানীয় পুলিশ প্রশাসন সরকারী দলের আজ্ঞাবহ থাকার কারণে বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে কোন মামলা থানায় গ্রহণ করে না। এ সুযোগ নিয়ে সরকারী দল বেপোরোয়া হয়ে উঠেছে। জনগণ একদিন অবশ্যই এর সমূচিত জবাব দিবে, ইনশাআল্লাহ।