সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ১১টি হাটের মধ্যে ৯টি অস্থায়ী পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রকাশ্য দরপত্র ড্র অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার সদর উপজেলার ১১টি অস্থায়ী পশুর হাটের জন্য উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
মঙ্গলবার পশুর হাটের দরপত্র ড্র অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে ইজারা সম্পন্ন হয়েছে।
১১টি হাটের মধ্যে ৯টি হাটের সরকার নির্ধারিত মূল্যের বেশী হওয়ায় নিয়ম মোতাবেক সর্বোচ্চ দরদাতাদের পশুর হাট দেয়া হয়। কাশিপুর অস্থায়ী পশুর হাট ও গোগনগর বাড়িরটেক পশুর হাটের দরপত্র না পড়ায় নতুন করে টেন্ডার আহবান করা হবে বলে জানান নির্বাহী কর্মকর্তা।
গোগনগর ইউনিয়নের পলি ফ্যাক্টরী পশুর হাট পান সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, পুরান সৈয়দপুর আলী আকবরের পশুর হাট পান নাজির আহম্মেদ, পাঠাননগর পশুর হাট পান টাকায় গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈকত হোসেন বেপারী, গোগনগর বাদশা মিয়ার বালুর মাঠের হাট পান টাকায় সাইদুর রহমান শাকিল, গোগনগর শান্ত ফিলিং ষ্টেশন পশুর হাট পান খলিল মাদবর, কুতুবপুর শান্তিধারা পশুর হাট পান রাজ্জাক বেপারী, পাগলা তালতলা পশুর হাট পান শাহ আলম গাজী টেনু, আলীগঞ্জ নদীর পাড় হাফেজ মোক্তার মাঠের পশুর হাট ৭০ লাখ টাকায় পান আবু বক্কর যেখানে নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির দাখিল করেন ৬৬ লাখ টাকা, বক্তাবলী বাজার পশুর হাট পান সাব্বির আহমেদ হৃদয়।
এ সময় উপস্থিত ছিলেন টেন্ডার কমিটির সদস্য চেয়ারম্যান এম শওকত আলী, চেয়ারম্যান নওশেদ আলী ও বিআরডিবি কর্মকর্তা বেলাল হোসেন প্রমূখ।