সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শফিউল বারী বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান।
জানাগেছে, এর আগে ২৮ জুলাই মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন শফিউল বারী বাবু (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার শোকবার্তায় অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান বলেন, বিএনপির রাজনীতির এক অকুতোভয় সৈনিক ছিলেন মরহুম শফিউল বারী বাবু। শোকে, সংকটে, লড়াই সংগ্রামের এক অনন্য যোদ্ধা শফিউল বারী বাবু বিএনপি’র রাজনীতিকেই বেছে নিয়েছিলেন জীবনের অভিষ্ট্য লক্ষ্য হিসেবে। নানা চড়াই উৎরাইয়ের মধ্যেও শফিউল বারী বাবু দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তার মতো একজন যোগ্য ও দক্ষ নেতা না ফেরার দেশে চলে যাওয়ায় বিএনপি’র সকল নেতাকর্মী শোকে স্তব্ধ হয়ে পড়েছে।
ছাত্র জীবন থেকে শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রীর নেতৃত্বে অনুপ্রানিত হয়ে মাথা উঁচু করে রাজরোষকে উপেক্ষা করে দলের সাংগঠনিক তৎপরতায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। এই জন্য নিবেদিত প্রান এই নেতাকে সইতে হয়েছে নানা শারিরীক ও মানসিক নির্যাতন। তার এই সংগ্রামী ভূমিকার জন্য তিনি দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে স্মরনীয় হয়ে থাকবেন।
এই করোনার আক্রমন শুরু হওয়ার পর থেকেই নিজের জীবনকে বিপন্ন করে নিরন্ন কর্মহীন মানুষের পাশে বারবার ত্রান সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন সাবেক এই ছাত্রনেতা। অকালে পৃথিবী থেকে তার চলে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টের এবং বেদনার। আল্লাহ তার জান্নাত নসিব করুন।
আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।