সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ঈদ উল আযহার পরদিন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি আমরা’। কোরবানির পশুবর্জ্য পরিস্কার করে পরিচ্ছন্ন গ্রাম গড়ে তুলতে এ কার্যক্রমে অংশ নেয় সংগঠনটির সদস্যরা।
২ আগস্ট রবিবার সকালে সমাজসেবক মো. মাসুম রানার সহযোগিতায় ও জাহের আলীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা যেসব জায়গায় এখনও রক্ত, ময়লাসহ কোরবানি বর্জ্য পাওয়া গেছে সেখানেই ব্লিচিং পাউডার ছিটিয়েছেন।
বাড়ি বাড়ি পরিদর্শনের পাশাপাশি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানায় সদস্যরা।
এর আগে ঈদের আগের দিন কোরবানি বর্জ্য পরিস্কার ও নির্দিষ্ট জায়গায় কোরবানি করতে জনসচেতনতামুলক প্রচারণা করেছিলেন সংগঠনটি।
এই বিষয়ে ‘পাশে আছি আমরা’ সংগঠনের উদ্যোক্তা শাহজালাল বলেন, নিজ উদ্যোগে নিজ আঙ্গিনা ও আশেপাশের এলাকা পরিষ্কারে আমরা ভূমিকা রাখতে চাই। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে কোরবানি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, ব্লিচিং পাউডার ছিটানোয় জনসচেতনতা তৈরির বিকল্প নেই। একার পক্ষে এই কাজ করা সম্ভব না। তাই প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। তবেই আমাদের সমাজ সুন্দর ও পরিচ্ছন্ন হবে।