বঙ্গবন্ধুর প্রতি এমপি বাবুর গভীর শ্রদ্ধা নিবেদন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। ১৫ আগস্ট উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

এদিকে যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম সাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

১৫ আগস্ট শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো: উজ্জল হোসেন, আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, উপজেলা প্রকৌশলী নাসির উদ্দিন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু কাউছার ও গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদৎ হোসেন প্রমুখ।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যদিকে উপজেলার প্রতিটি এলাকায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তরুণলীগ, শ্রমিকলীগ, তাতীলীগ, কৃষকলীগ শোক দিবস উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়