সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি টিম। তার কাছ থেকে ৩০৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
১৭ আগস্ট সোমবার বিকেলে র্যাব-১১এর নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ১৭ আগস্ট সোমবার বিকেলে সাড়ে ৪টায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর মডেল থানাধীন মদিনা বাজারস্থ আল আমিন বেকারী নামক দোকানের সামনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামী রবিউল ওরফে রবিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন নূর পুকুরপাড় এলাকার বাসিন্দা রবিউল ওরফে রবি।
র্যাব আরও জানায়, তার কাছ থেকে ৩০৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের বাজার মূল্য ৯১ হাজার ৫’শ টাকা।
উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।