সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে মাস্ক না পড়ে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় প্রবেশ করায় ১০জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেকের কাজ থেকে ১’শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে সাধারণ মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক না পড়ে খোলামেলা চলাচলের জন্য মোট ১০জন পথচারীকে ১’শ টাকা করে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার ও পুলিশের এসআই মো. নুরুজ্জামান।