সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম তার পরিষদ কার্যালয়ে স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে প্রজেক্টর বিতরণ করেছেন। এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
যেসব বিদ্যালয়ে প্রজেক্টর বিতরণ করা হয়েছে সেগুলো হলো- খাসেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোরবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাতুকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতাবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগেরগাঁও সরকারি প্রথমিক বিদ্যালয় ও পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।