সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁর উপজেলার সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাঘর সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান ও প্রয়াত বিজ্ঞানী ড. আলী আজগর স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খেলাঘর সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, ঈমানেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোশারফ হোসেন মিলন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ, সূপ্তি খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন, ঈমানেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদুর রহমান, সোনালী ব্যাংক সোনারগাঁও শাখা ব্যবস্থাপক মতিউর রহমান, ঈমানেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, খেলাঘর সংগঠক শিক্ষানুরাগী আলেয়া বেগম, স্থানীয় নারী নেত্রী শ্যামলী চৌধুরী, পঞ্চমী খেলাঘর আসরের সভাপতি মোঃ ইকবাল রতন, সাধারণ সম্পাদক আজিবুর রহমান, পঙ্খিরাজ খেলাঘর আসরের সভাপতি মুকুট, সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম, সংগঠক সুলতানা, কাজল, আরমান প্রমূখ।
পরে অতিথিরা স্কুলের ছোট ছোট শিক্ষার্থীদের সাথে নিয়ে স্কুল মাঠে বেশ কয়েকটি গাছের চারা রোপণ করেন।
সভায় বক্তারা বলেন, শিশুদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে বই পড়ার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হতে হবে। বই পড়ার পাশাপাশি গান কবিতা ছবি আঁকা এর সাথে সম্পৃক্ত হতে হবে। তবেই মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে পারে।
এছাড়াও বক্তব্যে বক্তারা শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিতে ও শিশুদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে, আধুনিক বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।