সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার বিস্ফোরণে ২৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারে ২লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
উক্ত মসজিদে মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে ৭সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরে আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিলে সাবেক এমপি কায়সার হাসনাত এ ঘোষণা দেন। জেলা আওয়ামীলীগের তহবিলে এই অনুদানের টাকা প্রদান করবেন তিনি।
উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহিদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া পূর্বে আলোচনায় সাবেক এমপি কায়সার হাসনাত তার বক্তব্যে বলেন, তল্লা বাইতুস সালাত জামে মসজিদে নামাজ চলাকালে ভয়াবহ বিস্ফোরণে অনেক মুসল্লি মারা গেছেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। যারা নামায আদায়রত অবস্থায় মারা গেছেন তাদের প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করি এবং আল্লাহ তাদের প্রত্যেককে যেন আল্লাহ জান্নাতবাসী সেই দোয়া করি। সেই সাথে তাদের প্রত্যেক পরিবার যেন এ শোক সইতে পারে সেই ধৈর্য্য আল্লাহতালা যেন তাদের দান করেন।
তিনি আরও বলেন, মসজিদে বিস্ফোরনের ঘটনায় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যাবস্থা করতে হবে যাতে এ রকমের আর কোন বেদনাদায়ক ঘটনা না ঘটে।