সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের রাজস্ব বাজেট (২০১৯-২০২০) বরাদ্ধ থেকে বন্দর থানাধীন বিভিন্ন ওয়ার্ডের মসজিদের উন্নয়ন ও স্কুলের শহীদ মিনার নির্মাণে অনুদানের চিঠি হস্তান্তর ও পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় বন্দরের কুঁড়িপাড়া বাজার এলাকায় দোয়ার মাহফিল ও চেক হস্তান্তর অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের পক্ষে প্রায় ১৯লাখ টাকার চেক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন।
অনুদানের চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রউফ, বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মামুন সিরাজুল মজিদ, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুস সোবহান, যুবলীগ নেতা আব্দুল আউয়াল বাচ্চু, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান, যুবলীগ নেতা নজরুল ইসলাম, মোঃ আল আমিন, আওয়ামীলীগ নেতা মোঃ মুন্না, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক আউয়াল বেপারী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সমাজ সেবক জামান, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, পাপ্পু, বকুল, মিলন, মোঃ ফারুক হোসেনসহ বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হস্তান্তরকৃত অর্থের মধ্যে বন্দর থানা জামে মসজিদের উন্নয়নের জন্য ৩লাখ, মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি মসজিদের উন্নয়ন কাজের জন্য ৩লাখ, বন্দর উপজেলাধীন বাইতুশ শরীফ জামে মসজিদ পূণঃনির্মাণের জন্য ২লাখ, মদনগঞ্জ বাজার বাইতুল নূর জামে মসজিদের টাইলস ফিটিংয়ের জন্য ৩লাখ, হরিপুর মদিনা জামে মসজিদের পূণঃনির্মাণের জন্য ৩লাখ, কুটিরবন্দ বাইতুর রহমান জামে মসজিদের উন্নয়নের জন্য ৩লাখ এবং ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ও বিদ্যালয় সংলগ্ন প্রধাণ সড়কের সামনে ৩টি স্পীড ব্রেকার নির্মাণের জন্য ২লাখ টাকা।