সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চেকপোস্ট বসিয়ে কভার্ডভ্যানে তল্লাসি চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ওই সময় একটি কভার্ডভ্যান সহ বিপুল পরিমান ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার এ তথ্য জানান র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, ২২ দিবাগত রাতে র্যাব-১১ এর বিশেষ অভিযানে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কভার্ডভ্যান তল্লাশী করে ১১ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওই সময় ইয়াবা পাচারের দায়ে মাইন উদ্দিন ও মোঃ মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি কভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাইনউদ্দিনের বাড়ি নরসিংদী জেলার মধাবদী থানাধীন অনন্তরামপুর এলাকায় ও মোঃ মাসুদ রানার বাড়ি গাজীপুর জেলার গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকায়।
গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে কভার্ডভ্যানে ড্রাইভার ও হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল।
জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীরা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে কভার্ড ভ্যানযোগে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা এবং এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।