সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
৯ অক্টোবর শুক্রবার এ তথ্য জানান র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, ৮অক্টোবর রাত পৌনে ৯টায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন খাসমহল বালুচর গ্রামস্থ ব্রিজের পূর্ব পাশে মা ট্রেডার্স সেলস এন্ড সার্ভিস সেন্টারের সামনে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামী ওয়াজ আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক ব্যবসায়ী ওয়াজ আলী মুুন্সীগঞ্জ জেরার সিরাজদীখান থানার খাসমহল বালুচর এলাকার। অভিযানে তার কাছ থেকে ১ কেজি ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকের বাজার মূল্য ৪২ হাজার টাকা।
র্যাব আরও জানায়, উল্লেখিত আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।