সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া, কেককাটা, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ অক্টোবর রবিবার বিকেলে বন্দর থানাধীন নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় বন্দর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ।
প্রধান অতিথি বলেন, আমাদের শিশু কিশোরদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’র ইতিহাস সঠিকভাবে জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ও মুক্তিযোদ্ধা দেশের জন্য কি করেছে তা জানলে তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে। বেড়ে যাবে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ৭৫এর ১৫ই আগষ্ট কিছু বিপথগামী নরপিশাচদের ষড়যন্ত্রের কবলে নৃশংসভাবে খুন হয় বঙ্গবন্ধু’র সমস্ত পরিবার। দেশের বাইরে থাকে ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। পরিবারের সবাইকে খুন করেও সেদিন ক্ষান্ত হয়নি নরপশুরা। তাদের নির্মমতার হাত থেকে রক্ষা পায়নি ৯বছরের ছোট্ট রাসেলও। অবুঝ রাসেল মৃত্যুর আগে মায়ের কাছে যেতে চেয়েছিলো। মায়ের সাথে শেষ দেখার কথা বলেও গুলি করেছিলেন তাকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মুজাহিদ কবির মৃধা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ওবায়েদউল্লাহ, মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, ২৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, বন্দর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক আরিফ, আওয়ামীলীগ নেতা সহিদুল হাসান মৃধা ও আলমগীর হোসেন প্রমূখ।