সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
শহীদ জিয়া আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদ। ওই সময় নবগঠিত কমিটির সকল আইনজীবীকে অভিনন্দন জানান অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।
২০ অক্টোবর মঙ্গলবার দুুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় শহীদ জিয়া আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়নকে নবগঠিত জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল কাদির সোহাগের নেতৃত্বে অন্যান্য আইনজীবীরা শুভেচ্ছা বিনিময় করেন।
জানাগেছে, গত ৬ অক্টোবর মঙ্গলবার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম মুক্তাকে সভাপতি ও অ্যাডভোকেট নূরুল কাদির সোহাগকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাছুদুর রহমান তরফদার মিলন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট মোঃ ইকবাল আহাম্মেদ মানিক, সহ-সভাপতি অ্যাডভোকেট শারমিন আক্তার, অ্যাডভোকেট রোকন উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট রাজীব মন্ডল, অ্যাডভোকেট মামুন মাহমুদ, অ্যাডভোকেট আলী হোসাইন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমেনা প্রধান শিল্পী, সহ-সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল আহাম্মেদ, অ্যাডভোকেট আহসান হাবীব ভুঁইয়া গোলাপ, অ্যাডভোকেট সারোয়ার জাহান, অ্যাডভোকেট আদনান মোল্লা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসমা হেলেন বিথি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নয়ন ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লায়েছ মেহেদী, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট দিপু আহাম্মেদ, সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন।
প্রসঙ্গত, শহীদ জিয়া আইনজীবী পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্বের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।