………………….
আমি ঝর্ণা হব,
বসন্তের ছোয়া গায়ে মেখে,
তোমারি আঁখি তটে ঝরব আমি শ্রাবণের ধারা।
আমি মেঘ হব,
ঐ নীল আকাশের দিগন্তে,
ভাসবো আমি মুক্ত হাওয়ায়।
আমি রৌদ্র হব,
অঝোরে বৃষ্টি ধারা মুছে দিয়ে,
আকাশ রাঙাবো গোধূলী রঙের মেলায়।
হাত খানি রেখে দক্ষিণের জানালায়,
বসে থাকব তোমারি পথ চেয়ে।
বসন্তের চাঁদনী রাতে,
নিদ্রায় ক্লান্ত শরীরে, তোমারি নয়নে নয়ন রাখিবো,
নিশি জাগিব একই সনে।
নিরিবিলি রাতের আকাশে সুখ তারারা উঠবে জ্বলে,
ভালোবাসার জোয়ার তখন গায়ে উঠবে শিউরে।
ক্ষুধার্ত হৃদয় যখন হাত নেড়ে ডাকবে তোমাকে,
চুপি চুপি চুম্মন করব তোমারি হৃদয় জোয়ারে।
আজ বসন্তেরই দক্ষিণা হাওয়ায়,
খুলে যাবে মনের দরজা,
দৌঁড়ে যাবো শিমুল তলে
খন্ড খন্ড মেঘগুলো
জড়ো হবে আকাশ পানে।
কোকিল কন্ঠের সূর মাধুর্য, ছুইয়ে যাবে আমারি অন্তরে।
বসন্তেরই পুষ্প গুচ্ছে,
আমার অফুরন্ত ভালোবাসাটুকু সমর্পণ
করব তোমারি হাতে হাত রেখে।
তুমি নিরবে উদাস মনে, চেয়ে থাকবে আমারি আঁখি তটে।
আশাটুকু রেখেছি জমিয়ে,
তুমি আসবে আমারি প্রাণে,
গোলাপি ঠোঁটের স্পর্শটুকু
তোমাকেই যাবে ছুইয়ে।
ফুল ফুটুক আর নাইবা ফুটুক, তবুও ছুইয়ে যাবে বসন্তের গান,
ভালোবাসার জোয়ারে ভাসবো দুজন অনন্তকাল।