সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেছেন, এই অবৈধ সরকারে রোষানলে পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গৃহবন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। দীর্ঘদিন সরকারের জুলুম নির্যাতনের কারনে আজ তিনি গুরুতর অসুস্থ্য, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এ লক্ষ্যে অতি দ্রুত তাকে বিদেশে পাঠানো উচিত। কিন্তু আওয়ামীলীগ সরকার কোনভাবেই তাকে বিদেশ নিতে দিবে না। বেগম জিয়াকে বাঁচাতে হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটাতে হবে। সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে খালেদা জিয়া বাঁচলে বাঁচবে দেশ।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদের সুস্থ্যতা কামনায় জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় শহরের নারায়ণগঞ্জ ক্লাবে মার্কেটের তৃতীয় তলায় সাখাওয়াত হোসেন খানের চেম্বারে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজম্ম’৭১ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে সকলের সুস্থতা কামনা মোনাজাত পরিচালনা করা হয়।
জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল কাদির সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন, মহানগর বিএনপির সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত ইসলাম রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক দেলোয়ার শাহ্, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মশিউর রহমান, মো: সোহেল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জীবন মোল্লা, আঃ রাজ্জাক টুটুল, ঢালী সুমন, মো. মাহাতাব, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ মন্টু, হৃদয় ভূইয়া, মো. মানিক, আয়নাল খান, সহ-সম্পাদক মো. রতন, সহ-সাংগঠনিক রাসেল প্রধান, সমাজ কল্যাণ সম্পাদক কামরুল হাসান, কেন্দ্রীয় তৃনমুল বিএনপির সদস্য এম এ হাশেম অপু, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব রাসেল প্রধান, মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক অপু রহমান, হযরত আলী, মহানগর যুবদল নেতা মো: ইসলাম, পলাশ প্রধান প্রমূখ।