সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত রোগে ৪ হাজার হাসেঁর মড়কের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে মকবুল হোসেন ও মামুনের যৌথ মালিকানাধীন একটি হাসেঁর খামারে এই ঘটনা ঘটে।
খামারের মালিক মকবুল হোসেন বলেন, আমরা দু’জন মিলে বাড়িতে একটি হাসেঁর খামার করি। খামারে দুই দিনের বাচ্চা এনে আমরা লালন পালন শুরু করি। বর্তমানে এগুলোর বয়স ২ মাস। এদিকে গত কয়েক দিন আগে খামারের কয়েকটি হাসঁ মারা যায়। স্বাভাবিক মারা যাওয়ায় আমরা কোন গুরুত্ব দেয়নি।
এদিকে গত ২৪ঘন্টায় একে একে ৪ হাজার হাসঁ মরে যায়। হাঁসগুলো খাকি ক্যামেল জাতের বলেও খামারের মালিক জানান। হাসঁগুলো এইভাবে মরে যাওয়ায় এরা চিন্তিত হয়ে পড়েন।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু কাউছার বলেন, বার্ড ফ্লু অথবা ডাক প্লেগ রোগে হাসঁগুলো মারা যেতে পারে। তারপরও খবর নিয়ে ব্যবস্থা নিব।