নেই আমি
-সাবিনা হোসনেয়ারা
কিছুতে-ই এখন আর নেই আমি
সময়ে-বৃষ্টিতে-রৌদ্রে, কোথাও
আমার স্পর্শ দেখিনা-
নান্দনিক সৌকর্যে তল-অতল
ভালোবাসায়-দৃষ্টির মুগ্ধতায়
বসন্তের বর্ণিল সমারোহে
কোথাও খুঁজে পাইনা-আমাকে।
পাতা ঝরা মৃত বৃক্ষ
মরা পাতার মর্মর শব্দ
ঘন কুয়াশাচ্ছন্ন চারিদিক
জীবন জুঁড়ে আঁধার ধোয়াশা
বর্নে-শব্দে ভালোবাসায় পংক্তিতে
এখন আমি অপাক্তেয়
কষ্টের কন্দরে নিমজ্জিত।
স্বপ্ন ও এখন সাদাকালো
অতৃপ্ত চাওয়া গুলো সেখানে
মহড়া করে বারবার-আর
লোনাজলের বানে ঘুমভাঙে
আক্ষেপ হয়, ফিরে পেতে
ইচ্ছে হয় সোনালী শৈশব।