সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের যুবলীগ নেতা রমজান মিয়ার উদ্যোগে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বুধবার বিকেলে বন্দরের বাগবাড়ি মৃধাবাড়িস্থ রোডে এ সভা হয়।
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবির মৃধা।
বন্দর ইউনিয়নের ওর্য়াড যুবলীগের সভাপতি রমজান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যুবলীগ নেতা মোঃ শরীফ মিয়া, কুদ্দুস মৃধা, ফারুক প্রধান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে হুমায়ন কবির মৃধা বলেন, বাংলাদেশ সৃষ্টি’র পর ১৯৭২সালে’র এইদিন যুব সমাজকে সঙ্গে নিয়ে সোনার বাংলা গড়ার লক্ষে বঙ্গবন্ধুর আদর্শে ও অনুপ্রেরণায় শেখ ফজলুল হক মনি’র নেতৃত্বে যুবলীগ গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আর পিছু ফিরে তাকাতে হয়নি দেশের যুবসমাজের। মুক্তিযুদ্ধের চেতনাকে সঙ্গে নিয়ে যুবলীগ তাদের লক্ষ্যমাত্রায় ধাপে ধাপে এগুতে থাকে। কিন্তু মোশতাক বাহিনীর তা সহ্য হয়নি। ঐ কুচক্রী’রা স্বপরিবারে বঙ্গবন্ধুকে ও জাতীয় চার নেতাকে হত্যা’র পর দেশের যুবসমাজের মধ্যে কোন্দল পাকিয়ে দেন। কিন্তু তাতেও যুবলীগ ভেঙ্গে যায়নি তারা । মানুষকে স্বাধিনতার পূর্ণাঙ্গ স্বাদ দিতে বিভিন্ন সময়ে তারা জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে লড়াই করে আন্দোলন সংগ্রামে’র মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে।
সভার সভাপতি রমজান মিয়া বলেন, যুবলীগের রাজনীতি অন্য কোন জেলায় কেমন তা দেখার বিষয় না। নারায়ণগঞ্জ জেলা সহ বন্দরে যুবলীগের সংগঠনটি শক্তিশালী ও বির্তকবিহীন। বন্দর উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ ভাইয়ের দিক নির্দেশনায় যুবলীগের রাজনীতি একেবারে ক্লিন ইমেজের। বন্দর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ ভাইয়ের মত একজন বিচক্ষণ ও দায়িত্বশীল অভিভাবক থাকায় ক্ষমতাসীল দলের সংগঠন হয়েও এক যুগে কোন প্রকার বির্তক মূলক কর্মকান্ড করেনি। আমরা এম এ রশিদ ভাইয়ের হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে প্রধানমন্ত্রী’র হাতকে শক্তিশালী করেছিলাম। যুবসমাজকে স্বাধিনতা’র স্বাদ দিয়েছি। যুব সমাজকে ভাল কাজে আগ্রহ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হোক প্রতিষ্ঠা বার্ষিকীর মূল লক্ষ্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওর্য়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল মৃধা, আনিস মিয়া, সিফাত কবির, সোহেল মৃধা, শাওন মৃধা, সাব্বির মৃধা, আশিক আহম্মেদ, বিজয়, নাঈম মৃধা, হিমেল, ফিকির মিয়া প্রমুখ।