কোন এক স্বপ্ন
==============
-সাবিনা হোসনেয়ারা
স্বপ্ন নাকি আধো তন্দ্রা-
কি জানি! পরিস্কার দেখা
গেল তাঁর মুখ- সে মুখ হতে
জোস্নার পেলব আলোর মত
রশ্মি ঠিকরে বের হচ্ছে- সে মুখ
নবীন চকচকে কিন্তু বিনয়ে
খুব অবনত – হাতে তার তিনটে
কাঠ বাদাম-পানিতে ভেজা
হাত বাড়িয়ে নিতে বলছে,
মনে হল যেন অনেক প্রার্থনার
পর, সৃষ্টিকর্তা যদি কোন
উপহার পাঠাতেন তবে কি-
এমন আনন্দ হতো? সামান্য
কাঠ বাদাম মাত্র তিন-টে
খুব মূল্যবান মনে হল- যেন
হীরা,প্লাটিনাম বা তার চেয়েও
খুব মূল্যবান কিছু যেমন
নিঃস্বার্থ ভালোবাসা-স্নেহ
ঐশ্বরিক আলোময় সে মুখ
সেই দৃষ্টি যেন এ সকালকে
আলোয় উদ্ভাসিত করে দিল
মনে এনে দিল, এক গভীর
সুশীতল আনন্দময় প্রশান্তি৷