সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:প্র
প্রয়াত এমপি বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান বলেছেন, পরিবহন সেক্টরকে সকল অন্যায় থেকে দূরে রাখতে হবে। আপনারা সকলেই একেঅপরকে সম্মান দিবেন এটাই আমার চাওয়া। আপনারা আমাকে সম্মান জানিয়ে উপদেষ্টা করেছেন এতে আমি কৃতজ্ঞ। তবে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি কিংবা প্রভাব বিস্তার নয় সকল অরাজকতা মুক্ত পরিবহন সেক্টর চাই। নিজ সংগঠনের প্রতিটি সদস্যদের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলেই সংগঠন এগুবে। আজ আপনি সভাপতি, আগামীতে হয়তো অন্য কেউ হবে। আপনাদের সংগঠনের গতি বাড়াতে আপনারা এ ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমি আশা করি।
১৪ নভেম্বর শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতির (রেজিঃ নং-১৫৮৪) কার্যকরী পরিষদের নব নির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের চাঁনমারী এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতির উপদেষ্টা হাজী মেজবাউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতির উপদেষ্টা তরিকুল হাসান লিমন।
এছাড়াও উপদেষ্টাদের মন্ডলীর মধ্যে আরো উপস্থিত ছিলেন কামরুজ্জামান বাদশা, মো. শহীদ সারোয়ার, মো. মিজানুর রহমান, আহমেদ মোক্তার মিঠু, মো. নুরুল ইসলাম, জাহিদ আহমেদ, মোঃ মনির হোসেন, শ্রমিক কমিটির উপদেষ্টা মোঃ হানিফ মিয়া, মো. আবুল হোসেন, মো. রহমতুল্লাহ সহ নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ড মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন: সভাপতি- মো. আমির হোসেন ডালিম, কার্যকরী সভাপতি- নুর মোহাম্মদ, সহ-সভাপতি মো. আবুল হোসেন মিঠু, মো. রফিকুল ইসলাম, মোঃ দ্বীন ইসলাম খোকা, মোঃ দ্বীন ইসলাম দিলা, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম রিংকু, যুগ্ম সম্পাদক মোঃ শামসুজ্জামান রকি, সহ-সম্পাদক মো. গোলাম সারোয়ার, মোঃ মনির হোসেন, মোঃ আলী আক্কাস, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এ কে ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ জানে আলম হিরো, কোষাধক্ষ হাজী মোঃ ওমর ফারুক, সহ-কোষাধক্ষ মো. মারুফ হোসেন, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির প্রধান, প্রচার সম্পাদক মো. নুরুল আমিন, সমাজকল্যাণ সম্পাদক মো. আল আমিন প্রমুখ।